নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য আরো ৬ রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৬টি দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। এর মধ্যে ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; ২৯ ডিসেম্বর বেলা ৩টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বিকেল সাড়ে ৪টায় ইসলামী ঐক্যজোট; ২ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় পার্টি (জেপি-মঞ্জু); ৩ জানুয়ারি বেলা ৩টায় বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসজেড